মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক পটুয়াখালীঃ জেলার দুমকিতে আজিজ আহম্মেদ(ডিগ্রি) কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে নানা জল্মোঃপনা কল্পনার অবসান ঘটিয়ে মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সৈয়দ মিজানুর রহমান(মনোয়ার) ও মো. এনায়েতুর রহমান(মিল্টন) নির্বাচিত হয়েছেন।
রবিবার(১২ফেব্রুয়ারী) বিকালে ভোটগ্রহণ কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্য রঞ্জন সাহা। এর আগে ওই দিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কলেজ শিক্ষক মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন ও প্রিসাইডিং অফিসার সূত্রে জানা যায়, উক্ত নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে মোঃ এনায়েতুর রহমান (মিল্টন) পেয়েছেন ২৪৮ভোট, তালা প্রতীক নিয়ে সৈয়দ মিজানুর রহমান (মনোয়ার) পেয়েছেন ২৫৩ভোট ও আনারস প্রতীকে মোঃ জসিম উদ্দিন হাওলাদার পেয়েছেন ২৭২ ভোট। মৌখিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিলেও মোরগ প্রতীকে মোঃ ফারুক খন্দকার ৫২ ভাট, দোয়াতকলম প্রতীকে মোঃ লিটন ফকির ০১ ভোট ও টিউবওয়েল প্রতীকে আঃ রাজ্জাক হাওলাদার ০৩ ভোট পান।
অপর দিকে, টিউবওয়েল প্রতীকের প্রার্থী আঃ রাজ্জাক হাওলাদার, দোয়াতকলম প্রতীকের মোঃ লিটন ফকির ও মোরগ প্রতীকের মোঃ ফারুক হোসেন বেলা ১১টায় প্রেসক্লাব দুমকিতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে চুড়ান্ত ভোটার তালিকা ত্রুটিপূর্ণ ও সাজানো -পাতানো নির্বাচনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে আনীত অভিযোগের ভিত্তিতে ত্রুটি পূর্ণ ভোটার তালিকা ও নির্বাচন বয়কট সম্পর্কে প্রশ্ন করা হলে তার কোন সদুত্তর পাওয়া যায় নি।
ক্যাম্প স্থাপন করেও নির্বাচনে অংশ না নেয়া প্রার্থী মোঃ ফারুক হোসেন দৈনিক শিক্ষা বার্তাকে বলেন, আমি ১০টার আগেই ভোট বর্জন করেছি। কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ২ কপি নিয়ে গেলও ১ রেখে দিয়েছে ডুপ্লিকেট কপি দেয় নি।
এ বিষয় জানতে কলেজ অধ্যক্ষ ও নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আহসানুল হক বলেন, সকাল ৯.৩০ মিনিটে তারা মৌখিক ভাবে ভোট বর্জনের কথা বলেছেন। ৩.০৫ মিনিটের সময় লিখিত ভাবে দিয়েছে যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক গ্রহন করা সম্ভব নয়।
উল্লেখ, উক্ত নির্বাচনে ৩ টি পদের বিপরীতে ৬ জন প্রার্থীর অংশ গ্রহণ করেন এবং সর্বমোট ৪৯২টি ভোটের বিপরীতে ২৮৫টি ভোট পড়েছে। এতে ০১টি ভোট বাতিল হয়েছে। এতে ৫৭.৯২% ভোট কাস্টিং হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.