এইমাত্র পাওয়া

শিক্ষকদের রাজনীতি নিয়ে যা বললেন কাজী ফিরোজ রশীদ

জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেছেন, সরকার এত টাকা দিচ্ছে, শিক্ষকদের বেতন বাড়াচ্ছে, এমপিওভুক্তি চাইলে দেয়া হচ্ছে কিন্তু শিক্ষার মান বাড়েনি। শিক্ষকরা দলীয় রাজনীতিতে জড়িত হয়ে পড়ছেন।

রোববার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতিত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর আলোচনায় তিনি এ কথা বলেন।

ফিরোজ রশীদ বলেন, যখন (ক্ষমতায়) বিএনপি আসবে তখন তাদের একটি দল, আওয়ামী লীগ আসলে একটা দল দলীয় রাজনীতির মহা উৎসব চালায়। কোনো লেখাপড়ার ধার ধারে না, কোনোটাতে রিসার্চ নাই, বইপত্র লেখা নাই, পড়ানোর ধার ধারে না, কিন্তু ওখানে বসে থাকবেন। তাদের কিছু বলা যাবে না।

‘শিক্ষক ও ডাক্তারদের রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির বাইরে থাকলে কোনো সমস্যা থাকবে না। সারাদিন রাজনীতির চর্চা করে। রাজনীতি করা ভালো কিন্তু ক্লাসটা যদি নেন তাহলে এই অভিযোগ থাকে না।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.