এইমাত্র পাওয়া

সুবর্ণচরে মিনা দিবস উদযাপন

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অদ্য ২৪ সেপ্টেম্বর -২০১৯ দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” মিনা দিবস” -২০১৯ উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে র‍্যালি ও আলোচনা সভা অনুূষ্ঠিত হয়। সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রব সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) , সুবর্ণচর, নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ হোসেন চৌধুরী বাহার, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী, আজহারুল ইসলাম, ইন্সট্রাক্টর, ইউআরসি,সুবর্ণচর, আজিজুর রহমান,সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোঃ লোকমান হোসেন, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুবর্ণচর, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী ও সুধীজন, অভিভাবকবৃন্দ।

সকাল ৯.০০ ঘটিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। র‍্যালি শেষে শিক্ষার্থীরা যেমন খুশী তেমন সাজ প্রতিযোগিতায় নিজেদের উপস্থাপন করে। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আজকের দিনের প্রতিপাদ্য ‘ মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে।

 

সত্যিই সুন্দর ও মানসম্মত পরিবেশ সম্পন্ন বিদ্যালয় পেলে শিক্ষার্থীরা আনন্দের সাথে লেখাপড়া করবে। স্কুল শিশুদের কাছে আছে আনন্দময় করে তুলতে পারলেই শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত হবে। সেই নিরিখে শিক্ষকগণকে কাজ করার জন্যে অনুরোধ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.