এইমাত্র পাওয়া

আমি নইতো একেলা

এ কে সরকার শাওন

আমার আছে
সীমাহীন নীলাকাশ
সাগরের বিস্তৃর্ণ জলরাশি,
শুভ্র সাদা মেঘের ভেলা।
আমি নইতো একেলা!!

আমার আছে
অরণ্য-বন-বিথীকা
দিগন্তজোড়া শ্যামল শস্যক্ষেত্র,
শেষ বিকেলে আলোছায়ার খেলা।
আমি নইতো একেলা!!

আমার আছে
মনমাতানো বাহারী ফুল
পাখির কিচিরমিচির-কলতান,
বেলাভূমি ও গোধুলীবেলা।
আমি নইতো একেলা!!

আমার আছে
রাতের অপরূপ তারামন্ডল
নিশ্চুপ জ্যোছনা বিলাস,
জোনাকির ঝিকিমিকি খেলা।
আমি নইতো একেলা!!

আমার আছে
একরাশ বেদনা বিধূর স্মৃতি
বিরহ বেদনার কাব্য,
অপাঙ্গে জলাঙ্গীর মেলা।
আমি নইতো একেলা!


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.