শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশনারি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ১৭তম শিক্ষক নিবন্ধনের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৫–৬ মে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক হাইস্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সান্ত আলী।