মাউশিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পরীক্ষা নিল লোহানী পাড়া উচ্চ বিদ্যালয়
সুভাস বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, রংপুর অঞ্চলঃ ঢাকাঃ চলতি বছর চালু হওয়া ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে কোনো ধরনের মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়া যাবে না। যদি কেউ এর ব্যতয় ঘটায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার (১৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে কঠোর ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়ে মাউশি বিজ্ঞপ্তি জারি করলেও তার কোন কর্ণপাত করেনি রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণিতে গণিত বিষয়ে নিয়েছেন ক্লাস টেস্ট পরীক্ষা। এর জন্য শিক্ষার্থী প্রতি চাঁদাও তুলেছেন গণিত শিক্ষক রস্তম আলী। আর এটা নেওয়ার প্রধান হোতা বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন।
গত বুধবার (২২ মার্চ) বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণিতে গণিতের ক্লাস টেস্ট পরীক্ষা নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে গণিত শিক্ষক রস্তম আলী শিক্ষাবার্তা’কে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি পরীক্ষা নেই নাই। এর সাথে আমি জড়িত নই। এ শিক্ষক সরাসরি অভিযোগ অস্বীকার করেন।
পরীক্ষা দিয়েছে ষষ্ঠ শ্রেণির এরকম একাধিক শিক্ষার্থীর সাথে কথা হয় শিক্ষাবার্তা’র। তারা বলেন, গণিত স্যার (রস্তম আলী) আমাদের কাছ থেকে চাঁদা তুলে ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছে।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসেও লোহানী পাড়া স্কুলে ওড়েনি জাতীয় পতাকা
একাধিক শিক্ষার্থীর সাথে কথা হয়েছে এবং তারা পরীক্ষা দিয়েছে জিজ্ঞেস করলে শিক্ষক রস্তম আলী বলেন, আমি বাজারে আছি কথা বোঝা যাচ্ছে না। এর পর সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর এক অভিভাবক বলেন, গত মঙ্গলবার রাতে মেয়ে অংক করছিল। জিজ্ঞেস করলে বলে আগামীকাল (বুধবার) অংক পরীক্ষা আছে। তবে শুনেছি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোন পরীক্ষা নেওয়া যাবে না। কেন ঐ শিক্ষক পরীক্ষা নিলেন তা জানি না।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের নির্দেশেই এই পরীক্ষা নেন গণিতের জ্যেষ্ঠ শিক্ষক রস্তম আলী। এর জন্য প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তোলা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এর মুঠোফোনে (বিদ্যালয় বন্ধ থাকায়) একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, সরকারে নির্দেশনা অমান্য করে কেউ যদি বিদ্যালয়ে পরীক্ষা নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন বলেন, ক্লাস টেস্ট পরীক্ষা নিলে সমস্যা কোথায়? তারপরও যদি সরকারি নির্দেশনা উপেক্ষা করা হয় তাহলে বিষয়টি আমি দেখব।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক শফিকুল ইসলাম শিক্ষাবার্তা’কে বলেন, মাউশি থেকে সুস্পষ্ঠভাবে বলা আছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোন ধরণের পরীক্ষা নেওয়া যাবে না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট আরও খবরঃ-
- অনিয়মে একাই একশো প্রধান শিক্ষক মোয়াজ্জেম, অপকর্মের সঙ্গী যারা!
- এসএসসি ফরম পূরণে পাঁচ হাজার টাকা করে নিয়েছেন প্রধান শিক্ষক
- শিক্ষাবার্তায় সংবাদ প্রকাশ: অভিভাবকদের প্রধান শিক্ষকের হুমকি
- বাসায় বসে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন প্রধান শিক্ষক
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়