সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
×
হোম
শিক্ষা
ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৩
জার্নাল ডেস্ক
0
Shares
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও টিএসসিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের হাকিম চত্বরে মাই টিভিতে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এসময় সাত-আটজন নেতাকর্মী নিয়ে সনজিত ছাত্রদল নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে চলে এলে সনজিতের অনুসারী ৫০ জন নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদল নেতাদের মারধর করে।
এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিতের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে। এসময় আমাদের মোবাইল ও বাইক ছিনতাই করা হয়। আমরা এর বিচার দাবি করছি।
এ বিষয়ে ছাত্রলীগের শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস নিজে হামলা করার অভিযোগ অস্বীকার করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.