এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির হুমকি

আগামী ১৩ অক্টোবরের মধ্যে বেতন বৈষম্য নিরসন তথা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনসহ ৭ দফা দাবি মেনে নেয়া না হলে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। দাবি না মানা হলে আগামী ১৪ অক্টোবর ১ ঘণ্টা, ১৫ অক্টোবর ২ ঘণ্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। শনিবার (২১ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেন ১২ টি শিক্ষক সংগঠন নিয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা।

গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১০টি সংগঠনকে নিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠনের ঘোষণা দেয়া হয়। আজ শনিবারের (২১ সেপ্টেম্বর) সভায় আরও ২টি নতুন সংগঠন ঐক্য পরিষদে যোগ দিয়েছে। মো. আনিছুর রহমানকে আহ্বায়ক, শামসুদ্দিন মাসুদকে সদস্য সচিব ও আনোয়ারুল ইসলাম তোতাকে প্রধান উপদেষ্টা করে মোট ১২টি সংগঠন নিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠন করা হয়।

সভা শেষে শিক্ষক নেতারা জানান, আগামী ১৩ অক্টোবরের মধ্যে যদি সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনের দাবিসহ মোট ৭ দফা দাবি মেনে নেয়া না হয় তাহলে লাগাতার কর্মবিরতিতে যাবেন তাঁরা। দাবি না মানা হলে আগামী ১৪ অক্টোবর ১ ঘণ্টা, ১৫ অক্টোবর ২ ঘণ্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এর পরও যদি দাবি আদায় না হয় তাহলে ২৭ অক্টোবর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.