শিক্ষক নিয়োগে ১৮ লাখ টাকার চুক্তি, ইবির দুই শিক্ষক বরখাস্ত

শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার কর্তৃপক্ষ তাদের সাময়িক বরখাস্ত করেছে বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রুহুল আমীন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম আবদুর রহিম।

জানা গেছে, শনিবার বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগ নির্র্বাচনী বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা। শুক্রবার ‘ইবিতে আবারও শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস, ১৮ লাখ টাকায় চুক্তি, অগ্রিম ১০’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অডিওতে, ওই দুই শিক্ষক আরিফ নামে এক প্রার্থীকে শিক্ষক পদে চাকরি নিতে আগে ১০ লাখ এবং পরে ৮ লাখসহ মোট ১৮ লাখ টাকার বিষয়ে কথা হয়। কিন্তু প্রার্থী টাকা যোগাতে ব্যর্থ হয় বলে জানা গেছে। এ ঘটনায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করেছে প্রশাসন। একই সাথে অভিযুক্ত শিক্ষক রুহুল আমীন ও এস এম আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে ঘটনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি লিখিত বিবৃতিতে প্রশাসনের কাছে অপরাধীদের সাময়িক বরখাস্তসহ শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘ঘটনার পর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।’

এর আগে ২০১৭ সালে রুহুল আমীনের বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। অভিযোগের দায়ে পাঁচটি ইনক্রিমেন্ট বাতিল ও পাঁচ বছর রুহুল আমীনকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার শাস্তি দেয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.