এইমাত্র পাওয়া

বাউরেসে ১১৩ টি গবেষণা প্রকল্প দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমে (বাউরেস) মোট ১১৩ টি গবেষণা প্রকল্পের অর্থায়ন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বাউরেসের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে গবেষণা প্রকল্পের মনিটরিং এবং ইভালুয়েশন এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম মোস্তফা এই তথ্য জানান। তিনি বলেন, কৃষি সেক্টরে নতুন প্রযুক্তি উদ্ভাবনে গুণগত মানের গবেষণার বিকল্প নেই। আর দেশে কৃষি সেক্টর উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবদান সবচেয়ে বেশি। তাই বাকৃবিতে ১১৩ টি গবেষণা প্রকল্পের অর্থায়ন করেছে মন্ত্রনালয় যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে সবচেয়ে বেশি।

বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় এবং পরিচালক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading