এইমাত্র পাওয়া

১০ ও ১১ তম গ্রেডের দাবিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর আলম সেলিম:

আজ সকাল ১১ ঘটিকায় ২২/১, তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ২য় তলায় কনফারেন্স হল রুমে প্রাথমিক শিক্ষকেদের উন্নীত গ্রেডে বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় কর্তৃক নাকচ করার প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী। সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনটির সভাপতি আনোয়ার ইসলাম তোতা।

সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির সাত দফা দাবিসমূহঃ

* সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল প্রধান, ২য় শ্রেণির গেজেটেড মর্যাদা প্রদানে প্রধান শিক্ষকদের বাই নেমে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

* পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের করস্পন্ডিং স্কেল প্রদান।

* সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত পদোন্নতি প্রদান।

* চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতির গেজেট প্রকাশ।

* ৯/৩/২০১৪ থেকে প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইম স্কেল প্রদান।

* প্রাথমিক শিক্ষকদের চাকুরী নন ভেকেশনাল হিসাবে গন্য করতে হবে ও

* বিদ্যালয়ের সময়সূচি সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত করতে হবে।

সমিতির নেতৃবৃন্দ দাবি আদায়ে নিম্নের কর্মসূচিসমূহ ঘোষণা করেন :
১. আগামী ১৯/৯/২০১৯ তারিখ বৃহস্পতিবার বেলা ৩ টায় সারাদেশের প্রত্যেক উপজেলায় মানববন্ধন।

২.আগামী ২৬/৯/২০১৯ তারিখ বৃহস্পতিবার বেলা ৩ টায় সারাদেশের প্রত্যেক জেলায় মানববন্ধন।

২৩/১০/২০১৯ ইং তারিখে বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের নিয়ে মানববন্ধন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান।

সমিতির নেতৃবৃন্দ আরো বলেন,যদি ৩০ ডিসেম্বর ২০১৯’ তারিখের মধ্যে শিক্ষকদের উক্ত দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, বাধন খাঁন পাঠান ববি, কমল বক্সি, ফজলুর রহমান, আরিফ দেওয়ান মনির হোসেন, মমতাজ মহল, সিরাজুল ইসলাম, ইউসুফ সৈয়দ নাজমুল হক, আমিনুল ইসলাম, জাকির আহমেদ, মিজানুর রহমান প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.