এইমাত্র পাওয়া

কবিতা: অনুভবের উচ্চারণ

কবিতা: অনুভবের উচ্চারণ
অধ্যাপক মো. আলী এরশাদ হোসেন আজাদ

বার রার ভেবে দেখেছি, জীবন একটাই,
কোনো কিছুই হয় না, জীবনে পরিকল্পিত সূচনা
পারি না করতে একটি স্বার্থক গল্পের পরিসমাপ্তির রচনা।
জীবন চলতে চলতে, থমকে দাঁড়ায়
আবার নতুনের পথে, অজানা আনন্দের পথে পা বাড়ায়
দৃঢ় পায়ে, বাস্তব ও ব্যর্থতায় ঘুরে দাঁড়ায়।
নির্বাক নির্বিকার পৃথিবী এক মায়া ও অনন্য ছায়া
পৃথিবীর পথিকেরা হাঁটে, দাঁড়ায় আবার কোথায় হারায়?
একা একা যে হাঁটে তার সাথে চাঁদ হাঁটে, আর হাসে
একি পৃথিবীর স্বভাব না পথিকের আনমনে হাহাকার?
অনেক দূর,
বহু পথ পেরিয়ে মনে হয় ভুল ছিল পথে পথে পা ফেলা,
মনে হয় ভুল ও ভয়েই এগিয়ে যাই একা ও একলা।
মনে হয় আবার যদি নতুন করে শুরু করা যেত
আবার যদি ফিরে আসতো
সোনালি ভোর, রূপোলি চাঁদ, মেঘলা রাত
আবার যদি ফিরে পেতাম
নতুন একটা ক্লান্ত দুপুর অথবা নিঃসঙ্গ বিকেল?
তবে অস্তিত্ব ও অন্তরের মধ্যে স্পষ্ট হতো হাহাকার।
ঐ হাহাকারে জন্মাতো অন্ধকার, আনন্দ ও সৃষ্টির নানান সুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.