এইমাত্র পাওয়া

রাজধানীতে স্কুলছাত্র খুন: কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অনলাইন ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোর হত্যার ঘটনায় কিশোর গ্যাং চক্রের ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

স্কুলছাত্র মহসীন (১৬) হত্যার ঘটনায় রোববার (৮ সেপ্টেম্বর) বরিশাল এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এর আগে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ‘আতঙ্ক’ গ্যাংয়ের সদস্য পারভেজের সঙ্গে বিরোধের জেরে মহসিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মহসিনের বড়ভাই ইউসুফ আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, স্কুলছাত্র মহসিন খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় মূল অভিযুক্তসহ ৫ জনকে আটক করা হয়েছে। তারা কিশোর গ্যাং ‘আতঙ্ক’ ও


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.