এইমাত্র পাওয়া

স্কুল-কলেজে অনির্বাচিত কমিটির বিধি বাতিল চেয়ে রিট

সারা দেশের সব স্কুল-কলেজে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত অনির্বাচিত বিশেষ কমিটির ধারা এবং আইনের তফসিল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ২০০৯ সালের রেগুলেশন ৫১ এবং তফসিল-২ এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
একই সাথে, রিট আবেদনে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত স্কুল-কলেজের অনির্বাচিত বিশেষ কমিটি গঠন স্থগিত চাওয়া হয়েছে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। তিনি  বলেন, আগামী রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য মেনশন করব। কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউনুছ আলী আকন্দ জানান, এর আগে ১৯৬১ সালের শিক্ষা অধ্যাদেশের ৩৯ (২) (ার) অনুযায়ী শিক্ষাবোর্ডকে ক্ষমতা দেয়া হয়, শুধু নির্বাচিত গভর্নিং বডি (কলেজে) এবং নির্বাচিত ম্যানেজিং কমিটি (স্কুলে) গঠন করবে। কিন্তু শিক্ষাবোর্ড ওই আইন লঙ্ঘন করে, ২০০৯ সালের রেগুলেশন ৫১ এবং তফসিল-২ প্রণয়ন করে। এখন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই অনির্বাচিত বিশেষ কমিটি রয়েছে, যা ওই আইনের সঙ্গে সাংঘর্ষিক।

এই আইনজীবী আরো জানান, একই ধরনের বিশেষ কমিটি ধারা ৫০ ইতঃপূর্বে একই গ্রাউন্ডে হাইকোর্ট বাতিল করে, যা পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও বহাল রাখেন। এরপরও রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডিন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজে অনির্বাচিত বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তাই শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত স্কুল কলেজের অনির্বাচিত বিশেষ কমিটির বিষয়ে ২০০৯ সালের রেগুলেশন ৫১ এবং তিফসিল-২ এর বৈধতা চ্যালেঞ্জ করেছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.