এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা

মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

১. আলো, বাতাস, পানি সব কিছুই কার দান?

উত্তর : আলো, বাতাস, পানি সব কিছুই আল্লাহর দান।

২. আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা কে?

উত্তর : আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ।

৩. আমাদের পাপ পুণ্য কোথায় সংরক্ষিত থাকে?

উত্তর : আমাদের পাপ-পুণ্য আমলনামায় সংরক্ষিত থাকে।

৪. তুমি আল্লাহর শোকরিয়া আদায় করবে কী বলে?

উত্তর : আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন – বলে আমি আল্লাহর শোকরিয়া আদায় করবো।

৫. নবি-রাসুলগণের মূল কাজ কী ছিল?

উত্তর : নবি-রাসুলগণের মূল কাজ ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো।

৬.“আল্লাহ বাসিরুন” গুণে গুণান্বিত হতে তুমি কর এমন একটি কাজ লেখ।

উত্তর : ‘আল্লাহ বাসিরুন’ গুণে গুণান্বিত হতে আমি করি এমন একটি কাজ হলো ‘আমি কর্তব্য কাজে অবহেলা করি না’।

৭. নবি-রাসুলগণের নিকট ওহি নিয়ে আসতেন কে?

উত্তর : নবি-রাসুলগণের নিকট ওহি নিয়ে আসতেন হযরত জিবরাইল (আ)।

৮. কিয়ামতের ভয়াবহতা জেনে তুমি কী কর?

উত্তর : কিয়ামতের ভয়াবহতা জেনে আমি কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি।

৯. কবরে ফেরেশতাগণ কয়টি প্রশ্ন করেন?

উত্তর :কবরে ফেরেশতাগণ তিনটি প্রশ্ন করেন।

১০.আমলনামায় পুণ্য বাড়াতে তুমি কী কর? কিসের মাধ্যমে নবি-রাসুলগণ জ্ঞান লাভ করেছেন?

উত্তর : আমলনামায় পুণ্য বাড়াতে আমি নেক কাজ করি। ওহির মাধ্যমে নবি-রাসুলগণ জ্ঞান লাভ করেছেন।

১১.আখিরাতের জীবন সম্পর্কে তোমার ছোট ভাইকে দেয়া একটি উপদেশ লেখ।

উত্তর : আখিরাতের জীবন সম্পর্কে আমার ছোট ভাইকে অধিক নেক কাজ করার উপদেশ দিব।

১২.“আল্লাহ সর্বশক্তিমান” —এর একটি দৃষ্টান্ত লেখ।

উত্তর : ‘আল্লাহ সর্বশক্তিমান’ এর দৃষ্টান্ত হলো— আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহর শক্তির অধীন।

১৩.পাপ কর্মের জন্য মাফ চাওয়ার পর তোমার করণীয় কী?

উত্তর :পাপ কর্মের জন্য মাফ চাওয়ার পর আমার করণীয় হলো পুনরায় সে কাজ না করা।

১৪. ইমান বলতে কী বোঝায়?

উত্তর : মহান আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই। মহানবি (স) আল্লাহর রাসুল। এসব মনেপ্রাণে বিশ্বাস করাকে ইমান বলে।

১৫.“সবকিছুর মালিক আল্লাহ” এ ধারণায় যে বাঁচে, তাকে তুমি কী বলবে?

উত্তর : “সবকিছুর মালিক আল্লাহ” —এ ধারণায় যে বাঁচে তাকে আমরা ইমানদার ব্যক্তি বলব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.