এইমাত্র পাওয়া

জেএসসি পরীক্ষার প্রস্তুতি-বিজ্ঞান

ড. মো. মনসুর আলী, প্রভাষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১) কোঁচো কোন পর্বের প্রাণী

ক) অ্যানেলিডা খ) পরিফেরা

গ) আর্থোপোডা ঘ) নিডারিয়া

২) Homo sapiens কার বৈজ্ঞানিক নাম

ক) মানুষ খ) ফুল গ) ফল ঘ) বাঘ

৩) অ্যামাইটোসিসকার দেহে ঘটে না

ক) ব্যাকটেরিয়া খ) ইষ্ট

গ) অ্যামিবা ঘ) জননকোষ

৪) একটি জননমাতৃকোষ (2n) থেকে কয়টি অপত্যকোষ (n ) সৃষ্টি হয়

ক) ১টি খ) ২ টি গ) ৩টি ঘ) ৪ টি

৫) কলয়েডধর্মী পদার্থ নয় কোনটি

ক) চিনি খ) স্টাচ

গ) সেলুলোজ ঘ) জিলেটিন

৬) কোন প্রক্রিয়ার ফলে প্রচুর পানি গাছ থেকে বের হয়

ক) অভিস্রবন খ) প্রস্বেদন

গ) ব্যাপন ঘ) ইমবাইবিশন

৭) ফুলের কোন অংশ পরাগায়ন নিশ্চিত করে

ক) বৃতি খ) পুংস্তবক গ) দল ঘ) স্ত্রীস্তবক

৮) কোনটিতে পরপরাগায়ন ঘটে

ক) সরিষা খ) কুমড়া

গ) ধুঁতরা ঘ) পেঁপে

৯) যৌগিক ফলের উদাহরণ

ক) কাঁঠাল খ) আতা

গ) চম্পা ঘ) নয়নতারা

১০) ফল পাকাতে সাহায্য করে

ক) বেনজিন খ) ইথিলিন

গ) মিথেন ঘ) ইথেন

১১) মস্তিষ্কের নিচের অংশ হলো

ক) গুরুমস্তিষ্ক খ) লঘুমস্তিষ্ক

গ) মেডুলা ঘ) মধ্য মস্তিষ্ক

১২) অজীব উপাদান নয় কোনটি

ক) মাটি খ) আলো গ) পানি ঘ) শব্দ

১৩) দ্বিতীয় স্তরের খাদক কোনটি

ক) মানুষ খ) গরু গ) ছাগল ঘ) বক

১৪) কোন উদ্ভিদের মূল উপরের দিকে থাকে

ক) সুন্দরী খ) গরান

গ) গেওয়া ঘ) সবগুলি

১৫) জিন নামে অভিহিত করা হয়

ক) DNA খ) RNA

গ) TMV ঘ) CAN

১৬) ক্লোরিনের ৩য় কক্ষ পথে কয়টি ইলেক্ট্রন

ক) ২ টি খ) ৮ টি গ) ৭টি ঘ) ১ টি

১৭) ( ২,৮,৮) ইলেক্ট্রন বিন্যাসটি হলো কোন পদার্থ

ক) কঠিন খ) তরল গ) গ্যাসীয় ঘ) প্লাজমা

১৮) কোথায় ওজন সবচেয়ে বেশী হবে

ক) ভূপৃষ্টে খ) মেরুতে

গ) ক্রান্তীয় অঞ্চলে ঘ) ভূকেন্দ্রে

১৯) 40 কেজি ভরের বস্তুর চাঁদে ভর কত

ক) 6.52 খ) 2.95 গ)3.98 ঘ) 40

২০) HCO3 এর যোজনী কত

ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪

২১) বেকিং সোডা কী ধর্মী

ক) ক্ষার খ) অম্ল গ) লবণ ঘ) সবগুলি

২২) স্ক্ল্যাকলাইমের সংকেত

ক) CaO খ) Ca(OH)2

গ) CaCO3 ঘ) CaCl2

২৩) যুক্তরাষ্ট্রে এসি কম্পাংক কত

ক) ৪০ খ) ২০ গ) ৬০ ঘ) ৫০

২৪) কোন তারের রোধ110 ওহম এবং ভোল্টেজ 220 ভোল্ট, এর ভেতর দিয়ে কী পরিমাণ তড়িত্ প্রবাহিত হবে

ক) 1A খ) 2A গ) 3A ঘ) 4A

২৫) ম্যালিক এসিড থাকে

ক) লেবু খ) তেতুল

গ) টমেটো ঘ) আপেল

২৬) কোনটি ক্ষার নয়

ক) CaO খ) Ca(OH)2

গ) KOH ঘ) Al(OH)3

২৭) হীরকের সংকট কোণ 24, কোন কোণের জন্য হীরকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলণ ঘটবে

ক) 10 খ) 20 গ) 30 ঘ) 14

২৮) শনির উপগ্রহ কয়টি

ক) ১০ টি খ) ২৭ টি

গ) ৬৭ টি ঘ) ৬২ টি

২৯) কৃত্রিম উপগ্রহকে ২৫০ কিমি উপরে উঠিয়ে কত বেগ দিলে এটি পৃথিবীর চারিদিকে ঘুরবে

ক) ১০ মি/সে. খ) ২০ মি/সে.

গ) ৮মি/সে. ঘ) ১৪ মি/সে.

৩০) এ্যামিটারের ক্ষেত্রে,

i) তড়িত্ প্রবাহ মাপা যায়

ii) এটি বর্তনীর সাথে শ্রেণিতে সংযুক্ত থাকে

iii) এটির ধনাত্মক প্রান্ত কাল রংয়ের হয়

কোনটি সঠিক নয়

ক) i খ) ii গ) iii ঘ) iii, i

১ ক, ২ ক, ৩ ঘ, ৪ ঘ, ৫ ক, ৬ খ,৭ গ, ৮ ঘ, ৯ ক, ১০ খ, ১১ গ, ১২ ঘ, ১৩ ক, ১৪ ঘ, ১৫ ক, ১৬ গ, ১৭ গ, ১৮ ক, ১৯ ঘ, ২০ ক, ২১ ক, ২২ খ, ২৩ গ, ২৪ খ, ২৫ ঘ, ২৬ ঘ, ২৭ গ, ২৮ ঘ, ২৯ গ, ৩০ গ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.