এইমাত্র পাওয়া

জেএসসি পরীক্ষার প্রস্তুতি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১.“সংযুক্তিই উত্পাদনশীলতা”-উক্তিটি কার?

ক) ড.জাফর ইকবালের

খ) ড. ইকবাল কাদিরের

গ) ড.ইমন হোসেনের

ঘ) ড.ইকবাল হোসেনের

২.আউটসোর্সিং এর জন্য অত্যাবশ্যক কোনটি?

ক) রাউটার খ) ইন্টারনেট

গ) সুইচ ঘ) পেনড্রাইভ

৩.বিদেশ থেকে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি?

ক) টিটি খ) এমটি

গ) মোবাইলব্যাংকিং ঘ) ডিডি

৪.২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কত?

ক) ১০ কোটি খ) সাড়ে ১০ কোটি

গ) ১১ কোটি ঘ) সাড়ে ১১ কোটি

৫. নিচের কোনটি দ্বিমুখী পদ্ধতির উদাহরণ?

ক) টেলিফোন খ) টেলিভিশন

গ) রেডিও ঘ) পত্রিকা

৬. যোগাযোগ করার পদ্ধতিকে মোটামুটি কয়ভাগে ভাগ করা যায়?

ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫

৭.স্বয়ংক্রিয় ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করা হয় নিচের কোনটিতে?

ক) মালামাল সুসজ্জিতকরণে

খ) গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব প্রদানে

গ) হিসাব-নিকাশে

ঘ) ভিডিও এডিটিং এ

৮.বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি?

ক) www.bangladesh.info.gov.com

খ) www.bangladesh.gov.bd

গ) www.bangladesh.gov.bd.com

ঘ) www.bangladesh.gov.bd.info

৯. EPOS এর পূর্ণরূপ কী?

ক) E-point of sale

খ) Electonic point of sale

গ) Electric point of sale

ঘ) Emergency point of sale

১০. PLA এর পূর্ণরূপ কী?

ক) Programmable Logical Array

খ) Programm Logical Array

গ) Programmable Logic Array

ঘ) Programmable Logic Area

১১. FPGA এর পূর্ণরূপ কী?

ক) Field Programmable Gate Arrays

খ) Field Program Gate Arrays

গ) Field Programmabel Gate Arrays

ঘ) Field Procedure Gate Arrays

১২.সভ্যতা এগিয়ে যাওয়ার কারণ কী?

i. মানুষের নতুন কিছু বের করার আগ্রহ

ii. গবেষণা

iii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক) iওii খ) iওiii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৩.নিচের কোনটি কম্পিউটারের মতো কাজ করে?

i. FPGA ii.PLA iii.মাইক্রো কন্ট্রোলার

নিচের কোনটি সঠিক?

ক) iও ii খ) iও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৪.গবেষণার শেষ ধাপ কোনটি?

ক) তথ্য সংগ্রহ খ) তথ্য সংরক্ষণ

গ) গবেষণা ঘ) উপস্থাপন

১৫.টেলিমেডিসিনের ফলাফল-

i. দ্রুত ii.ব্যয়বহুল iii.সহজতর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) iও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৬.বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নয়-

i. এমআইটি

ii. বুয়েট

iii. অক্সফোর্ড

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৭.বর্তমানে বাংলাদেশে কতটি জেলায় ই সেবা কেন্দ্র চালু আছে?

ক) ৬৪টি খ) ৩৫টি

গ) ৫৫টি ঘ) ৬১টি

১৮.মোবাইলের মাধ্যমে ইক্ষু সরবরাহের অনুমতি পত্র কারা পায়?

ক) কৃষক খ) প্রতিষ্ঠান

গ) সাধারণ মানুষ ঘ) ব্যবসায়ি

১৯.দেশের প্রথম দিককার ই -সেবা কোনটি?

ক) ই-পর্চা খ) ই-পুর্জি

গ) ই-টিন ঘ) ই -স্বাস্থ্যসেবা

২০.কোনটি সরকারি মোবাইল অপারেটর?

ক) টেলিটক খ) রবি

গ) সিটিসেল ঘ) গ্রামীণফোন

২১.অনলাইনে চাকরির আবেদন করা যায়-

i. মেইলকরে ii.স্মার্টফোন দিয়ে

iii.ওয়েবসাইট ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২২.সরকারিভাবে তৈরি করা ই-বুক প্লাটফর্মে কতটি পাঠ্যপুস্তক রয়েছে?

ক) ৩০০ খ) ৪০০

গ) ৫০০ ঘ) ৬০০

২৩.একটি প্রতিষ্ঠান তার অভ্যন্তরীন যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে থাকে?

ক) ইন্টারনেট খ) ই-মেইল

গ) ইন্ট্রানেট ঘ) এক্সানেট

২৪.কার আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?

ক) চার্লস ব্যাবেজ খ) টলস্টয়

গ) ম্যাক্সওয়েল ঘ) টমলিনসন

২৫.খবরের কাগজ কোন ধরনের যোগাযোগ পদ্ধতি?

ক) ব্রডকাস্ট খ) মাল্টিকাস্ট

গ) সেমিকাস্ট ঘ) পাবলিক

উত্তর: ১ খ) ২) ৩ গ) ৪ খ) ৫ ক) ৬ ক) ৭ খ) ৮ খ) ৯ খ) ১০ গ) ১১ ক) ১২ ঘ) ১৩ ঘ) ১৪ ঘ) ১৫ খ) ১৬ খ) ১৭ ক) ১৮ ক) ১৯ খ) ২০ ক) ২১ ঘ) ২২ ক) ২৩ গ) ২৪ খ) ২৫ ক)

মো. নুরুল হক, প্রভাষক

মোহাম্মদ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.