এইমাত্র পাওয়া

হাতীবান্ধায় সম্ভবনা ফুটবল টুনামের্ন্ট২০১৯ উদ্বোধন

মোস্তাফিজুর রহমান মোস্তফা :

তারুণ্যেই শক্তি তারুণ্যেই বল মাদক ছেড়ে মাঠে চল -এই শ্লোগান কে সামনে রেখে প্রতিবারের ন্যায় আজ ২৯শে আগস্ট বৃহস্পতিবার বিকেলে মিলনবাজার ছাত্রলীগ কতৃক, “সম্ভবনা ফুটবল টুনামের্ন্ট ২০১৯ উদ্বোধন করা হয়।

অত্র টুনামের্ন্ট  এর উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা আ”লীগের সাংগঠনিক  সম্পাদক  অধ্যক্ষ,আবু বক্কর শ্যামল এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক  মাহামুদুল হাসান(সোহাগ) বিশেষ  অতিথি  জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর সহ সকল সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ ।

উদ্বোধনী খেলায় পাটগ্রাম একাদশ ও ভোটমারি একাদশ  অংশগ্রহণ করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading