এইমাত্র পাওয়া

নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে দূর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে দূর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

“দূর্ণীতি বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায়” শিরোনামে বৃহস্পতিবার দুপুর ২.১৫টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী। সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মডারেটরের দ্বায়িত্ব পালন করেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক চিন্ময় সরকার, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুবিমল সরকার, মাধবী রানী এবং ধর্মীয় শিক্ষক মো.নেছার উদ্দিন।

শুরুতেই সভাপতি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। এবং প্রত্যেক শিক্ষার্থীর ড্রেস পরে আসতে হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যেই বিদ্যালয়ের মানোন্নয়ন কল্পে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বিতর্ক প্রতিযোগিতা শেষে দূর্ণীতি আমাদের জন্য অভিশাপ শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.