এইমাত্র পাওয়া

৩য় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

মোস্তাফিজুর রহমান(মোস্তফা)লালমনিরহাট প্রতিনিধি :-

লালমনিরহাটের আদিতমারীতে ৩য় শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় নীল কান্ত কুমার রায় (৪৫) নামের এক শিক্ষককে আটক করেছে এলাকাবাসী। নীল কান্ত কুমার রায় উপজেলার চন্দনপাট বুড়িরদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি একই উপজেলার চন্দনপাট এলাকার মৃত বসন্ত কুমার রায়ের ছেলে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় চলাকালীন সময় ২য় তলার স্টোর রুমে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন এবং জোর পূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। ছাত্রীটির চিৎকারে অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসে মেয়েটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা এসে লম্পট শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন।৩য় শ্রেনীর ছাত্রীটি জানান, প্রায় সময় বিদ্যালয় চলাকালীন সময়ে সহকারী শিক্ষক নীল কান্ত কুমার রায় তাকে নানা প্রলোভন দিয়ে আসত। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে স্টোর রুমে ডেকে জোরপূর্বক শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান। পরে মেয়েটি সেখান থেকে পালিয়ে এসে প্রধান শিক্ষককে বিচার দেন বলে সে দাবী করেন। ছাত্রীটি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।তবে এ ঘটনাকে সাজানো ঘটনা বলে দাবী করছেন সহকারী শিক্ষক নীল কান্ত কুমার রায়।

চন্দনপাট বুড়িরদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রীটিকে ক্লাসরুমে শ্লীলতাহানির চেষ্টায় এলাকাবাসী ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে থানা পুলিশ এসে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান মোরশেদ বলেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে একটি নয়, এরকম একাধিক অভিযোগ রয়েছে।আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিদ্যালয় চলাকালীন সময়ে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় স্থানীয়রা এক শিক্ষককে আটক করে রাখেন। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি আরও জানান, অভিযোগ পেলে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.