এইমাত্র পাওয়া

সফলতা লাভে পাটগ্রাম প্রাথমিকের ইউআরসি কর্মকর্তা চীনে শিক্ষা সফরে

লালমনিরহাট প্রতিনিধি :- জেলার পাটগ্রাম উপজেলা প্রাথমিকের রিসোর্স সেন্টারের কর্মকর্তা লুৎফর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানে প্রশংসনীয় সফলতা অর্জন করার স্বীকৃতি স্বরুপ শিক্ষা সফরে চীন গেছেন।

চীন শিক্ষা সফরে আধুনিক বিদ্যালয় ব্যবস্থাপনা প্রশিক্ষণের আওতায় চীনের প্রাথমিক শিক্ষা সম্পর্কে অবহিতকরণ, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন, শিশু শিক্ষার্থীদের পড়া- লেখা শেখানোর কলা কৌশল সম্বন্ধে আধুনিক শিক্ষা ব্যবস্থা সমন্ধে ধারণা অর্জিত হবে। গত ৩০ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৯০১/১২ স্মারকের মাধ্যমে এক সরকারি আদেশ (জি ও) অনুযায়ী ২৭ আগস্ট থেকে সাত দিন চীনে মর্ডান স্কুল ম্যানেজমেন্ট প্রাকটিসে অংশ গ্রহণ করবেন লুৎফর রহমান।

জানা গেছে, ২০১৩ থেকে ২০১৯ সালে লালমনিরহাট জেলায় পাঁচবার জেলা শ্রেষ্ঠ উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা নির্বাচিত হন তিনি। প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীগণ কেযাতে সুন্দর ও মানসম্মত শিক্ষা প্রদানে শিক্ষকগণ ভূমিকা রাখে সে ব্যাপারে টেকসই প্রশিক্ষণ দিয়ে থাকেন লুৎফর রহমান, ইউআরসি। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা বিস্তারে কলা কৌশল প্রয়োগে তিনি নিরলস ভাবে কাজ করেন বং বিদ্যালয়ের শিক্ষকগণ প্রশিক্ষণ লব্দজ্ঞান ও দক্ষতা শ্রেণি কক্ষে প্রয়োগ ও শিশুদের পঠন, লিখনে দক্ষতাবৃদ্ধি প্রভৃতি প্রশিক্ষণ সমূহে অত্যন্ত প্রাণবন্ত ভাবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি বলে একাধিক শিক্ষক জানান। লুৎফর রহমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। চীন শিক্ষা সফরে তাকে মনোনিত করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.