দীর্ঘকাল পর আসন্ন কাউন্সিল ঘিরে ছাত্রদলে এখন সরগরম অবস্থা। আগামী ১৪ সেপ্টেম্বর সরাসরি ভেোটর মাধ্যমে নির্বাচিত হবেন দুই শীর্ষ নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক। সবশেষ ১৯৯২ সালে ছাত্রদলের কাউন্সিল হয়। তারপর গত ২৭ বছর কমিটি হয়েছে হাইকমান্ডের সরাসরি বাছাইয়ে। সারা দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক ইউনিট থেকে পাঁচজন করে মোট ৫৮৫ জন ভোটার পছন্দের নেতাকে ভোট দেবেন। এই কাউন্সিল উপলক্ষে ভোট প্রার্থনায় প্রাথীরা রীতিমত উদয়াস্ত এক করে ফেলছেন। প্রচার-প্রচারণায় এগিয়ে থাকার চেস্টা করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নেতারা ফোন, এসএমএস বা প্রতিনিধি পাঠিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।
সভাপতি পদে বৈধ যারা: হাফিজুর রহমান, কাজী রওনকুল ইসলাম শ্রাবন, মো: মামুন খান, ফজলুর রহমান খোকন, মো: আব্দুল মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, আশরাফুল আলম ফকির, রিয়াদ মো: তানভীর রেজা রুবেল, মো: এরশাদ খান, মো: সুরুজ ম্লল, মো: শামীম হোসেন, সুলাইমান হোসেন, মো: ইলিয়াস, এসএম সাজিদ হাসান বাবু ও এবিএম মাহমুদ আলম সরদার।
সাধারণ সম্পাদক পদে বৈধ যারা: মো: আমিনুর রহমান আমিন, মো: জুয়েল হাওলাদার, মো: তানজিল হাসান, শাহ নাওয়াজ, মো: জাকিরুল ইসলাম জাকির, মো: কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম, মো: আলাউদ্দিন খান, ডালিয়া রহমান, মো: মিজানুর রহমান সজিব, নাজমুল হক হাবিব, ওমর ফারুক শাকিল চৌধুরী, শেখ আবু তাহের, মো: মহিনউদ্দিন রাজু, মুন্সি আনিসুর রহমান, মো: ইকবাল হোসেন শ্যামল, মো: জুয়েল হাওলাদার, মো: মিজানুর রহমান শরিফ, মো: রাশেদ ইকবাল খান, মো: আরিফুল হক, রিয়াদ মোহাম্মদ ইকবাল হোসাইন, মো: আজিজুল হক সোহেল, শেখ মো: মশিউর রহমান রনি, আব্দুল মোমেন মিয়া, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল বাশার, মো: আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম ও এএএম ইয়াহ ইয়া।
সাধারণ সম্পাদক পদে তিনজন নারী প্রার্থী ফরম কেনেন। তাদের মধ্যে দুজন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের নাদিয়া পাঠান পাপন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডালিয়া রহমান মনোনয়নপত্র জমা দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.