এইমাত্র পাওয়া

নাচতে নাচতে ক্লাস নেন এই স্কুল শিক্ষক

কখনো কি শিক্ষককে দেখেছেন নেচে নেচে ক্লাসে পড়াতে? হয়তো না! কিন্তু সম্প্রতি এমন এক শিক্ষকের সন্ধান মিলেছে যার পড়া- বইয়ের ভাষা বদলে যায় গানের কলিতে আর ঘুরে ফিরে, নেচে-গেয়েই চলে পাঠদান।

শিক্ষার্থীরাও তাদের শিক্ষককে পছন্দ করেন। উড়িষ্যার এই স্কুল শিক্ষকের নাম প্রফুল্ল কুমার পাথি। তিনি কোরাপুট জেলার লামটাপুট প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

এমন পদ্ধতিতে তিনি বাচ্চাদের পড়ান কেনো এর জবাবে পাথি স্যার বলেন, ‘প্রত্যন্ত এলাকার এই স্কুলগুলোতে বাচ্চারা এমনিতেই আসতে চায় না। মিড-ডে মিলের লোভে হাতে গোনা যে কয়েকজন আসে, তারাও ঠিক করে পড়তে চায় না। ক্লাসে কথা বলে বা ঘুমিয়ে পড়ে। বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরির জন্যই এই চেষ্টা।’

২০০৮ সাল থেকে লামটাপুট স্কুলে শিক্ষকতা করছেন প্রফুল্ল কুমার পাথি। সরকারের সর্বশিক্ষা অভিযানের তিনি অন্যতম প্রচারকও বটে। গ্রামে গ্রামে, প্রত্যন্ত এলাকায় শিক্ষা ও স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তার কথা মানুষজনকে বোঝান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.