লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
সোমবার নাটোরের লালপুর উপজেলার নাগশোষা গ্রামের জেসমিন আকতার নামের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করছে প্রশাসন। জেসমিন ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার একই উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের রবিউল ইসলামের সাথে বিয়ের আয়োজন চলছিল জেসমিনের। খবর পেয়ে লালপুর উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) সাদিয়া আফরিন বর যাত্রী আসার আগেই কনের বাড়িতে এসে বিয়ে বন্ধ করে দেন। পরে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের অভিভাবককে দুই হাজার টাকা জরিমানা করেন এবং তাদের কাছ থেকে বাল্য বিয়ে দিবেনা মর্মে মুসলেকা নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.