শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জে ৫ গুণীজনকে দেয়া হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৮।’ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ‘কণ্ঠ সংগীতে’ জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক পেয়েছেন মেহবুব রেজা। ‘যন্ত্র সংগীতে’ শ্রী রনজিত কুমার নন্দী; ‘নাট্যকলায়’ গিয়াস উদ্দিন; ‘লোক সংস্কৃতি গম্ভীরায়’ সাইদুর রহমান এবং ‘আবৃত্তি’তে রাসিদা খাতুন।
ষষ্ঠবারের মত আয়োজিত এই অনুষ্ঠানে প্রত্যেক গুণীজনকে সম্মাননা হিসেবে মেডেল, পাশাপাশি সনদ ও ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমন ফয়সল। শেষে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.