নিউজ ডেস্ক।।
মাননীয় শিক্ষকবৃন্দ সবাই বিত্তবান নয়। অনেকের আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীও আছে। তাই চাইলেই সবাই তাঁদের চাহিদা মেটাতে পারে না তারা—অমুক স্যারের কাছে এটা, তমুক স্যারের কাছে ওটা পড়া সবার পক্ষে সম্ভব নয়। অনেকের সাধ আছে সাধ্য নেই। তা বলে পরীক্ষায় তাদের নাম্বার কমিয়ে দেওয়া হবে, ফেল করানো হবে—এ ধরনের ভয়-ভীতি দেখানো তাঁদের পক্ষে শোভন নয়। কেননা তাঁরা জাতির বিবেক, জাতির আশা-আকঙ্ক্ষার প্রতীক।
তাঁরা যদি নীতি-নৈতিকতার তোয়াক্কা না করেন, তাহলে এটি আমরা আর কার কাছে আশা করব! একজন দিনমজুর কত কষ্ট করে তাঁর সন্তানকে পড়ান। তাও কেন সেইসব ছাত্রকে হেনস্থা হতে হবে! তাই শিক্ষকদের নিজ নিজ দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভূমিকা রাখার অনুরোধ করছি।
সিরাজুল মোস্তফা
পটিয়া, চট্টগ্রাম
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.