এইমাত্র পাওয়া

প্রাথমিক অধিদপ্তরে প্রতারক চক্র

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার জন্য নকল ওয়েবসাইট খুলে তথ্য আহ্বান করেছে একটি প্রতারক চক্র। এই ওয়েবসাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ছবিও ব্যবহার করা হয়েছে। বেসরকারি এই চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অধিদফতর।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।

এতে বলা হয়, একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে নামে www.bprimaryschool.org একটি নকল ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে।

এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কোনো সম্পর্ক নেই। এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানায় গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১৪৫। এছাড়া এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। সর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনো এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে, সরকার নিজ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ শিক্ষক নিয়োগ করবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো প্রস্তাব বিবেচনার সুযোগ নেই।

জানা যায়, কোনো কোনো স্বার্থান্বেষী মহল বিদ্যালয় জাতীয়করণ করা হবে- এই মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অর্থ সংগ্রহ করছে, যা সম্পূর্ণ অবৈধ ও অনভিপ্রেত। এ ধরনের ওয়েবসাইট www.bprimaryschool.org খোলা তারই বহিঃপ্রকাশ। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.