মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, আমরা নারায়ণগঞ্জে মানসম্মত শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে চাই। মানসম্মত শিক্ষা বলতে জিপিএ-৫ পাওয়া নয়। মানসম্মত শিক্ষা হলো লেখাপড়া করে ভাল রেজাল্ট করবো এবং নিজেকে সু-যোগ্য সন্তান হিসাবে প্রতিষ্ঠা করবো। আমরা এমন শিক্ষা গ্রহণ করবো না যাতে করে আমার মাকে বিদ্ধাশ্রমে পাঠাতে হয়।
২২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আমি বিশ্বাস করি আজকে যারা বঙ্গবন্ধুর ছবি এঁকেছো ও লাল সবুজের পতাকা এঁকেছো এবং আমাদের দুঃখের দিনে ৭৫ এর ১৫ আগস্টের কথা লিখেছো আর যখন এ দেশের হায়ানারা বঙ্গবন্ধুর লাশকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যানাজা পড়তে দিতে চায়নি। সেই কষ্টের কথা লিখেছো আমি দেখে অভিভূত হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তোমরা এমন কিছু করো যাতে একদিন তোমরা বঙ্গবন্ধু হও সেই প্রত্যাশা করছি। আর আজকের অনুষ্ঠানের পর তোমরা বঙ্গবন্ধুর স্মৃতির জন্য হলেও প্রতিদিন একটি করে হলেও ভাল কাজ করতে হবে।
সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিজিবি-৬২ (বেটালিয়ান) এর অধিনায়ক মেজর হাবিব ইবনে জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার ফয়েজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এদিকে দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই উপহার দেন এবং শিক্ষার্থীদের মাঝে সেই বই তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.