এইমাত্র পাওয়া

শিক্ষকদের উপর হামলাকারীদের বিচার দাবি- বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ

নিউজ ডেস্ক।।

বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুব্রত রায় এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ও ঝালকাঠির নলছিটিতে প্রাথমিক শিক্ষকদের উপর হামলাকারীদের বিচার দাবি করেছেন। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ।

গত ২০ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা ঘর থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে সকাল ৯টার সময় বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রইছ আলীর দোকানের পাশে ওৎ পেতে থাকা সন্ত্রাসী রুমান আলী ও তার আরও কয়েক জন সহযোগী দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে এবং তাঁর শরীরে উপর্যপুরি আঘাত করে । রুমানের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে প্রধান শিক্ষক নাজমুল হুদাকে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্ব শত্রুতার জের ধরেই ঘটনার দিন সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায় । এই ঘটনায় উপজেলার সকল শিক্ষক সমাজে প্রতিক্রিয়া বিরাজ করছে। স্থানীয় থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়েছে ।

অন্যদিকে ঝালকাঠির নলছিটিতে গত ১৯ আগস্ট সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় একদল সন্ত্রাসী স্কুলে ঢুকে উপজেলার রানাপাশা ইউনিয়নের কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব শাহ ফকিরের ওপর হামলা চালায় । হামলায় তিনি আহত হয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সোমবার বিকেলে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

সম্প্রতি স্কুল সংস্কারের জন্য এক লাখ টাকা সরকারি বরাদ্দ দেয়া হলে তা থেকে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন কাঠিপাড়া গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার। চাঁদা না দেয়ায় তিনি কয়েকদিন ধরেই মোতালেব শাহ ফকিরকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছিলেন।

সোমবার সকালে স্কুলে ম্যানেজিং কমিটির সভা বসে। সভা শেষে সুজন হাওলাদারের নেতৃত্বে বেশ কয়েকজন স্থানীয় সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে স্কুলে প্রবেশ করে প্রধান শিক্ষক মোতালেব শাহ ফকিরের ওপর হামলা চালায়। একপর্যায় সুজন হাওলাদার তাকে চেয়ার দিয়ে পেটানো শুরু করেন। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোতালেব শাহ ফকিরকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মোতালেব শাহ ফকির বাদী হয়ে সোমবার বিকেলে থানায় একটি অভিযোগ করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.