নিউজ ডেস্ক।।
আজ অনেকের মধ্যে ফরম সংগ্রহ করেছেন সভাপতি পদে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক বৃত্তি ও ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদি তালুকদার, সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আমিনুর রহমান আমিন, সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে ঢাবি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল, সাধারণ সম্পাদক পদে ঢাবি’র সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমুখ।
প্রার্থীদের মধ্যে আমিনুর রহমান আমিন বলেন, সম্মেলনকে কেন্দ্র করে সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। আমাদের লক্ষ্য একটাই, আমরা ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করব। সেই প্রত্যয় নিয়েই তারা রাজপথে আছেন বলে জানান এই ছাত্রনেতা।
এদিকে, দুপুর একটার পর ছাত্রদলের মনোনয়ন ফরম শেষ হয়ে গেছে। যদিও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি এড়িয়ে গেছেন।
ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল কবির খোকন মানবজমিনকে বলেন, প্রায় একশর মতো ফরম বিক্রি হয়েছে । একটু সঙ্কট পড়েছে ফরমের। ফটোকপি করার জন্য পাঠানো হয়েছে। আধা ঘন্টা বিরতি চলছে এখন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, আমরা আশা করিনি এত লোক হবে। আমাদের প্রত্যাশার চেয়ে বেশি লোক ফরম নিতে আসছেন। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম কিনছেন।
ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। কাউন্সিল উপলক্ষে শনিবার থেকে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জন মনোননপত্র সংগ্রহ করেন।
পুনঃতফসিল অনুযায়ী, ১৯ ও ২০ শে আগস্ট মনোনয়নপত্র জমা নেয়া হবে। ৩১শে আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২-২৬ শে আগস্ট যাচাই-বাছাই শেষে ২রা সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
১২ই সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.