চট্টগ্রামে ট্রাকচাপায় আমেনা ইয়াছমিন (৪২) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
শনিবার বিকেলে নগরের মুরাদপুরে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। আমেনা ইয়াছমিন রাঙ্গুনিয়ার দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
আহতরা হলেন- সোমা দাস (৩১), জোবাইদা খানম (৩৫) ও প্রণয় পাল (১৫)। আহত জোবাইদা খানম একই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং সোমা দাস সহকারি শিক্ষিকা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, বিকেলে মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ইয়াছমিনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.