এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে কুপিয়ে খুন করলো সহপাঠী

জামালপুরে শাহাদৎ হোসেন সাদ (৮) নামে এক মাদ্রাসাকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধা সাড়ে ৬টায় জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাসারুপাড়া গ্রামে কাসারুপাড়া হাফিজিয়া মাদ্রাসায়।

নিহত শাহাদৎ হোসেন সাদ কাসারুপাড়া হাফিজিয়া মাদ্রাসায় হেফজ শাখার ছাত্র ছিল। সে ঘোরাধাপ ইউনিয়নের শৈলেরকান্দা গ্রামের সুরুজ মাস্টারের ছেলে।

সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে ও হত্যায় অভিযুক্ত মাদ্রাসা ছাত্র আবু রায়হানকে (১৪) গ্রেপ্তার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কাসারুপাড়া হাফিজিয়া মাদ্রাসার হেফজের ছাত্র শাহাদৎ হোসেন ও নবম শ্রেণির ছাত্র আবু রায়হানের রান্নার দায়িত্ব পরে। রান্নাঘরে তরকারি কাটার সময় দুজনের মধ্যে কাথাকাটাকাটির এক পর্যায়ে আবু রায়হান বটিদা দিয়ে শাহাদৎ হোসেন সাদকে উপুর্যপুরি কুপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা ঘাতক আবু রায়হানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জামালপুর সদর থানার ওসি সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার অভিযোগে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মাদ্রাসাছাত্র সাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.