বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরো ৮০ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হলেন। চলতি মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ৩৫ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৪৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৫ম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৮০ শিক্ষক কর্মচারীর পদের প্রাপ্যতা থাকায় নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.