এইমাত্র পাওয়া

বরিশাল বোর্ডে সেরা বরিশাল জেলা, ষষ্ঠ  স্থানে পটুয়াখালী জেলা 

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।  বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে বরিশাল জেলা ৭৪ দশমিক ১৭ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে। যদিও গত বছরের থেকে এ জেলায় পাশের হার কমেছে ২ দশমিক ১৩ ভাগ। গত বছর এ জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে। এছাড়া বোর্ডের দেয়া ফলাফলের পরিস্যংখ্যান অনুযায়ী ৬৫ দশমিক ০৯ ভাগ পাশের হার নিয়ে সর্বোনিম্নে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। তবে গতবছরের থেকে এ জেলায় পাশের হার বেড়েছে ৩ দশমিক ৮৭ ভাগ। গত বছরও এ জেলা ৬১ দশমিক ২২ ভাগ পাশের হার নিয়ে বিভাগের সর্বোশেষ অবস্থানে ছিলো। এর বাহিরে বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে ৭৩ দশমিক ২৯ ভাগ পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভোলা জেলা। এছাড়াও ৬৯ দশমিক ৫৩ নিয়ে তৃতীয়তে পিরোজপুর, ৬৯ দশমিক ৫২ নিয়ে চতুর্থ স্থানে বরগুনা, ৬৬ দশমিক ৮২ নিয়ে পঞ্চমে স্থানে রয়েছে ঝালকাঠি জেলা। এদিকে পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এর দিক থেকেও এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় মোট জিপিএ-৫ এর সংখ্যা ৭০৮ টি। তবে সবচেয়ে কম ৬৯ টি জিপিএ-৫ পেয়েছে পাশের হারে পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলা। যারমধ্যে ছেলে ১৪ ও মেয়েরা ৫৫ টি জিপিএ-৫ পেয়েছে। পাশের হারের দিক থেকে এগিয়ে থাকা বরিশাল জেলায় ২৩ হাজার ৪৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৯৮৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে ১৭ হাজার ৫১জন ফলাফলে উত্তীর্ন হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৪ শত ৮ টি এবং ছেলেরা ৩ শত টি। আবার হারের দিক থেকে সবার নীচে থাকা পটুয়াখালী জেলায় ১২ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৩৫২ জন পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে ৮ হাজার ৪০ জন ফলাফলে উত্তীর্ন হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৭১ টি এবং ছেলেরা ৪৩ টি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.