ঢাকাঃ শিক্ষকদের ন্যায্য দাবিকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে দলটি ক্ষমতায় গেলে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা সাপেক্ষে পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে ইতিবাচক বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে দলের এই অবস্থানের কথা জানানো হয়।
বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার হলো— মুক্তিযুদ্ধের চেতনায় চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।
বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, রাষ্ট্র ও জাতির সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষাব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা লাভ করা সম্ভব নয়।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের ভোটে বিএনপি যদি পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা বিবেচনা করে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
