এইমাত্র পাওয়া

সারারাত হাইকোর্টের সামনে অবস্থান করবেন শিক্ষকরা, বুধবার শাহবাগ অবরোধ

ঢাকা: মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সারারাত হাইকোর্টের সামনে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছেন, যদি তাদের দাবি না মানা হয়, তাহলে বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় শাহবাগ অবরোধ করবেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তবে সচিবালয়ের দিকে যাওয়ার পথে হাইকোর্টের ফটকে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন তারা।

এর আগে দুপুরে শিক্ষকরা জানান, তাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমরা। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে। কোনো আলোচনার আর সুযোগ নেই।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading