ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান সম্পর্কিত তথ্য দ্রুত জানানোর জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
আগামী সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তথ্য প্রতিষ্ঠান প্রধানদের টেলিটকের নির্ধারিত লিংকে পাঠানোর নির্দেশ দিয়েছে এনটিআরসিএ।
মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএ এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে গিয়ে প্রার্থী যোগদান করলে সেখানে ‘Yes’ ক্লিক করতে হবে।
প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করতে হবে। এ ক্ষেত্রে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করতে হবে।
ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ অনুযায়ী, গত ১৯ আগস্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেয়ার নির্দেশনা ছিল। নিয়োগপত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রার্থীকে প্রতিষ্ঠানে যোগদান করার কথা ছিল।
বর্তমানে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থী যোগদানের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের উল্লিখিত পদ্ধতিতে টেলিটকের লিংকে তথ্য হালনাগাদ করার কথা ছিল। তবে এখন আগামী ১৩ অক্টোবরের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের চূড়ান্তভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
