এইমাত্র পাওয়া

পাবনায় সায়মা হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

আর কে আকাশ: শিশু সামিয়া আফরিন সায়মার উপর পাশবিক অত্যাচার ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনার পূর্বরাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় কোমলমতি শিশুরা ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানায়। শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম বলেন, এ ধরনের কর্মকান্ড যারা করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। ধর্ষণের ঘটনা ঘটার অল্পসময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রধান শিক্ষক নাসরীন নাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সেলিনা আকতার, মারুফ হায়দার নয়ন প্রমূখ। বক্তারা এমন পৈশাচিক ঘটনায় যারা জড়িত তাদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, ‘স¤প্রতি ঘটে যাওয়া সায়মা হত্যাকান্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা নিরাপদে থাকুক।
মানববন্ধনে হৃদয়ে পাবনার আহবায়ক ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, সহকারী শিক্ষিকা তানজিলা নাজনীন, সালমা খাতুন, আফসানা সুলতানা, তাহসিনা আকতার, প্রণতি দত্ত, শামীমা নাসরিন, ফারহানা আফরোজ, শাকীরুন নাহার, রাবেয়া খাতুন, শাপলা খাতুন, সুরভী জাহানসহ প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাবনায় সায়মা হত্যাকারীর দৃষ্টান্তমূলক বচিাররে দাবতিে শশিু শক্ষর্িাথীদরে মানববন্ধন

আর কে আকাশ, বাংলার মুখ: শশিু সাময়িা আফরনি সায়মার উপর পাশবকি অত্যাচার ও হত্যার প্রতবিাদে মানববন্ধন করছেনে পাবনার র্পূবরাঘবপুর সরকারি প্রাথমকি বদ্যিালয়রে শক্ষিক-শক্ষর্িাথীরা। এসময় কোমলমতি শশিুরা র্ধষণরে শাস্তি মৃত্যুদ-রে দাবি জানায়। শনবিার (১৩ জুলাই) সকাল ১০টায় বদ্যিালয়রে সামনে এ মানববন্ধন অনুষ্ঠতি হয়।

মানববন্ধনে সহকারী উপজলো শক্ষিা অফসিার সাঈদা শবনম বলনে, এ ধরনরে র্কমকা- যারা করে তাদরে বঁেচে থাকার অধকিার নইে। তাদরে ফাঁসরি দাবি জানাচ্ছ।ি র্ধষণরে ঘটনা ঘটার অল্পসময়রে মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রধান শক্ষিক নাসরীন নাহাররে সভাপতত্বিে আরও বক্তব্য রাখনে সহকারী শক্ষিক সলেনিা আকতার, মারুফ হায়দার নয়ন প্রমূখ। বক্তারা এমন পশৈাচকি ঘটনায় যারা জড়তি তাদরে ফাঁসরি দাবি জানয়িে বলনে, ‘সম্প্রতি ঘটে যাওয়া সায়মা হত্যাকা- কোনো বচ্ছিন্নি ঘটনা না। আমরা চাই আমাদরে ছলেমেয়েরো নরিাপদে থাকুক।
মানববন্ধনে হৃদয়ে পাবনার আহ্বায়ক ও এশয়িান টভিরি পাবনা জলো প্রতনিধিি আর কে আকাশ, সহকারী শক্ষিকিা তানজলিা নাজনীন, সালমা খাতুন, আফসানা সুলতানা, তাহসনিা আকতার, প্রণতি দত্ত, শামীমা নাসরনি, ফারহানা আফরোজ, শাকীরুন নাহার, রাবয়ো খাতুন, শাপলা খাতুন, সুরভী জাহানসহ প্রতষ্ঠিানরে কয়কে শতাধকি শক্ষর্িাথী ও অভভিাবকবৃন্দ উপস্থতি ছলিনে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading