এইমাত্র পাওয়া

জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় যমুনার সামনে অবস্থান জুলাই আন্দোলনে আহতদের

ঢাকাঃ নির্ধারিত ৩০ কার্যদিবস শেষ হলেও জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহতরা। সোমবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে তারা যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন।

অবস্থানের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ বিকেল ৩টার দিকে যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুনোদয় গেটের সামনে জুলাই আন্দোলনে আহত কিছু লোক অবস্থান নিয়েছে। জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে তারা অবস্থান নেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

অবস্থান নেওয়া ব্যক্তিরা জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা চলবে না। সরকারকে সময় দেওয়া হয়েছে। আমরা যখন শহিদ মিনারে প্রোগ্রাম করলাম, তখন সরকার থেকে বলা হল, তারা ঘোষণা দেবেন।

কিন্তু দীর্ঘদিন হলো তা দেয়নি। সবশেষ ৩০ কার্যদিবসের মধ্যে এই ঘোষণা দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো দেয়নি। তারা জানান, কবে জুলাই ঘোষণা হবে সেটা জানতে চান।

বিভিন্ন দেশে যেই গণঅভ্যুত্থান হয়েছে সেখানে এক মাসের মধ্যেই বিপ্লবকে স্বীকৃতি দেয়। কিন্তু এখন পর্যন্ত ২৪ এর বিপ্লবকেই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। যদি বিপ্লবকে স্বীকৃতি না দেয় তাহলে মানুষ ভুলে যাবে। সেইজন্য জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading