বরিশালঃ বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষক সংকটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। দাবিগুলো আদায়ে ব্যর্থ হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
সোমবার (৩০ জুন) দুপুরে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। দাবি আদায়ে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানান।
কলেজ অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম বরিশালের বাইরে দাফতরিক কাজে থাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন অন্যান্য শিক্ষকরা। তবে অধ্যক্ষের অনুপস্থিতিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি মঙ্গলবার বরিশালে ফিরলে আলোচনার পরবর্তী ধাপ শুরু হওয়ার কথা রয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জন করবেন। তবে ভর্তি ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো, বহুতল বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ, আধুনিক লাইব্রেরি এবং অডিটোরিয়াম নির্মাণ, কলেজগেট আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, বার্ষিক বাজেট বৃদ্ধি,পর্যাপ্ত পরিবহন ও শিক্ষক সংকট নিরসন।
শিক্ষার্থীরা বলেন, ১৩৬ বছরে পদার্পণ করা এই কলেজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলা হয়। প্রতিষ্ঠাকাল থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ৭১-এর স্বাধিকার আন্দোলন, ৯০-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২৪-এর বিপ্লবে বরিশাল নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এই কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। কিন্তু ৩০ হাজার শিক্ষার্থীর মাত্র ৫ ভাগ হল সুবিধা ভোগ করেন। বর্তমানে কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ক্যাম্পাসে একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, এসব সমস্যা বহুদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর বা স্থায়ী সমাধান নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.