এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন: সর্বোচ্চ ব্যয় পরীক্ষা খাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬৯০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকার বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বাজেটে ১২৪ কোটি ৮৩ লাখ ২৯ হাজার টাকার ঘাটতির প্রক্ষেপণ করা হয়েছে।

শনিবার (২৮ জুন) ২৭তম সিনেট অধিবেশ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। 

অধিবেশনে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আজম। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের আয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা, যা ব্যয়ের তুলনায় কম, ফলে ঘাটতি দেখা দিচ্ছে।

প্রস্তাবিত বাজেটে পরীক্ষা পরিচালনা খাতে সর্বোচ্চ ২৮৯ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সামগ্রিক বাজেটের একটি বড় অংশ। বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮৮ কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা, যা দ্বিতীয় সর্বোচ্চ।

এছাড়া অন্যান্য খাতের মধ্যে রয়েছে সাধারণ আনুষঙ্গিক ব্যয় ৬০ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা। পেনশন ও অবসর সুবিধা ৫১ কোটি ২৮ লাখ ১৮ হাজার টাকা। শিক্ষা-সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয় ৫০ কোটি ৯০ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের ফলে বেতন-ভাতা খাতে ব্যয় বেড়েছে ৭৮ কোটি ৯০ লাখ ৩৩ হাজার টাকা। পাশাপাশি চাকরিজীবনের ২৫ বছর পূর্ণ হওয়া শিক্ষক ও কর্মচারীদের অবসরের কারণে পেনশন খাতে ব্যয় বেড়েছে ২৮ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘাটতি বাজেট পূরণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুদান প্রত্যাশা করছে।

অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪১৭ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়েছে, যেখানে মূল বাজেট ছিল ৭২১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকা। একই সঙ্গে, প্রাক্কলিত আয় সংশোধন করে ৫১২ কোটি ১৯ লাখ ৯৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান এবং প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনারগণ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ অধ্যক্ষগণ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading