এইমাত্র পাওয়া

এইচএসসির বিদায় অনুষ্ঠানে শ্রেণিকক্ষে ধূমপানের ভিডিও ভাইরাল

 নিউজ ডেস্ক।। 

গানের তালে তালে নাচছে কিছু শিক্ষার্থী, সামনে দাঁড়িয়ে কেউ সিগারেটের ধোঁয়া ছাড়ছে। আবার কেউ কেউ অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করছে- এমন চিত্র দেখা গেছে ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের শ্রেণিকক্ষে।

বুধবার (২৫ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, মঙ্গলবার (২৪ জুন) সকালে দাগনভূঞার সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কলেজে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল।

এদিন মিলাদ শেষে কিছু শিক্ষার্থী শ্রেণিকক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে প্রকাশ্যে ধূমপান ও নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরাফাত রহমান নামে কলেজের সাবেক এক শিক্ষার্থী বলেন, নাচে-গানে, ধোঁয়ায় কলেজ ঢেকে গেছে। প্রাণের প্রতিষ্ঠানের এমন চিত্র দেখে রীতিমতো হতাশ হয়েছি। বিদায়ের দিনে শিক্ষার্থীরা গাঁজা নিয়ে নাচছে। কলেজের শ্রেণিকক্ষে এমন কাণ্ডের জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায় এড়াতে পারে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আশরাফুল ইসলাম নামে স্থানীয় আরেকজন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনৈতিক ও বেপরোয়া আচরণ শিক্ষার পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এমন কাণ্ডে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের পাশাপাশি এলাকার ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে। এসব নেতিবাচক কাজে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ কলেজ এখন মাদকাসক্ত ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেখানে কয়েকটি গান এডিট করে সংযোজন করা হয়েছে। আমি দায়িত্ব পেয়েছি মাত্র কয়েকদিন আগে। তাই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তারা কারা সেই বিষয়ে এখনো অবগত না।

দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুলকুতের রহমান বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে কলেজের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। যা মঙ্গলবার দুপুর ১২টার মধ্যেই শেষ হয়। পরে কিছু শিক্ষার্থী নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বিষয়ে অবগত হয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের অভিভাবকসহ ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading