ঢাকাঃ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রকাশ করা হয়েছে। স্বীকৃতি পেতে ইবতেদায়ি মাদরাসায় কত শিক্ষার্থী থাকতে হবে এবং বার্ষিক পরীক্ষায় কতজনকে পাস করতে হবেসহ বিভিন্ন শর্ত উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বেতন-ভাতা কত হবে, তাও রয়েছে এ নীতিমালায়।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় এ নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এতে সই করেছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
নীতিমালায় মাদরাসার স্থাপনের জন্য এলাকাভেদে দূরত্ব, জমির পরিমাণ ও ব্যক্তির নামে নামকরণের জন্য নির্দিষ্ট ফি বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঠদানের অনুমতির জন্য মাদরাসার ভবন, তহবিল ও পাঠাগার সংক্রান্ত শর্ত উল্লেখ করা হয়েছে।
স্বীকৃতির জন্য এলাকাভেদে শিক্ষার্থী সংখ্যা, পরীক্ষায় অংশগ্রহণ ও বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণিতে পাস করতে বলে শর্ত দেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষক- কর্মচারী নিয়োগের যোগ্যতা অভিজ্ঞতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কেও নীতিমালায় স্পষ্ট নির্দেশনা রয়েছে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও নীতিমালা দেখুন এখানে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.