এইমাত্র পাওয়া

রংপুরে রেলগেট ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরঃ রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ২১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটের সমাধান না হওয়ায় তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

আজ রোববার সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা লালবাগ রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান সৃষ্টি হয় তীব্র যানজট।

শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজন, পর্যাপ্ত বাসের সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা, আইসিটি সুবিধার অভাবসহ নানা সমস্যা বছরের পর বছর অবহেলিত রয়েছে। এসব বিষয়ে একাধিকবার কলেজ প্রশাসনকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাঁদের।

আন্দোলনরত শিক্ষার্থী আল মাহামুদ আসাদ বলেন, ‘এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়। এটি আমাদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন। আমরা চাই একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ।’

আরেক শিক্ষার্থী শিমলা আক্তার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর হবে। এটা আমাদের প্রাপ্য অধিকার, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

শিক্ষার্থীদের আন্দোলনের খবরে অভিভাবক ও সাধারণ মানুষ দ্রুত ও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading