এইমাত্র পাওয়া

আরও ২৪টি সরকারি মাধ্যমিকের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শেখ হাসিনা পরিবারের নামে থাকা আরও ২৪ টি সরকারি উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গত ৪ জুন এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার। 

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার গত ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. তারিখের ০৪.০০.০০০০.৩১২.৩৩.০০১.২১ নং স্মারকে জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে নিন্ম উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের নাম ৩নং কলাম অনুযায়ী পরবর্তন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading