রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরে সন্ধানী সংস্থার ৩৬- তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে সন্ধানী সংস্থার নির্মানাধীন ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধানী সংস্থার সভাপতি হাজী ফজলুল হকের সভাপতিত্বে ও সন্ধানী সংস্থার নির্বাহি পরিচালক আবু জাফর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মীর এস এ জাহাঙ্গীর , পলাশীপাড়া সমাজকল্যাণ সংস্থার নির্বাহি পরিচালক মোশাররফ হোসেন, সংস্থার সাধারণ পরিষদের সদস্য হেলেনা আকতার বানু, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সন্ধানী সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সন্ধ্যানী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি মীর এস এ জাহাঙ্গীর সন্ধ্যানী সংস্থার শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রতিষ্ঠানের যাবতীয় ইতিহাস তুলে ধরেন। এ প্রতিষ্ঠান গঠনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞচিত্তে স্বরণ করা হয়। সদস্যদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান।
সন্ধানী হাসপাতাল, সন্ধানী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার যাবতীয় তথ্য তুলে ধরা হয়। বিশেষ করে জাপান প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ডঃ মোখলেছুর রহমান ও জাপানি নাগরিক মিসেস মাৎসুকো ওকি ফুকুওকা এর সহযোগীতা ও তাদের দিকনির্দেশনার কথা স্বরণ করা হয়। সভায় সন্ধানী সংস্থার সকলের সম্মিলিত সিদ্ধান্তে মেহেরপুরে নির্মানাধীন প্রতিষ্ঠানের নাম মোখলেসুর রহমান স্কুল এন্ড কলেজ নামকরণের সিদ্ধান্ত গ্রহীত হয়।
উল্লেখ্য মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে সন্ধানী সংস্থার নির্মানাধীন মোখলেসুর রহমান স্কুল এন্ড কলেজের একাডেমিক কার্যক্রম আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে। আগামী বছর এ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে ৬ ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালু করা হবে।
সন্ধানী সংস্থার পক্ষে এ প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক আবু জাফর জেলার মানসম্মত শিক্ষা সম্প্রসারণ ও দক্ষ শিক্ষিত মানবসম্পদ তৈরীতে সন্ধানী সংস্থার মোখলেসুর রহমান স্কুল এন্ড কলেজের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি শুরু থেকে এ পর্যন্ত সন্ধানী সংস্থার প্রতিষ্ঠিত সন্ধানী স্কুল এন্ড কলেজ জেলার মানসম্মত শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন। মেহেরপুরে আগামী বছর চালু হবে মোখলেছুর রহমান স্কুল এন্ড কলেজ।
এ প্রতিষ্ঠানে সর্বোচ্চ মান বজায় রেখে কোয়ালিটি এডুকেশন এবং মানবসম্পদ গঠনে এ প্রতিষ্ঠান কাজ করবে বলে তিনি জানান।
শিক্ষাবার্তা /এ/১৯/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.