এইমাত্র পাওয়া

হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক।।

হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐক্যের আহ্বান জানিয়েছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। তিনি বলেন, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু, তাই তাদের উচিত পারস্পরিক ঐক্য ও সংহতি অটুট রাখা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১২টায় ও বাংলাদেশ সময় বিকেল ৩টার পর হজের খুতবা শুরু হয়।

প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের খুতবা অনুবাদ সম্প্রচার করা হয়।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী বিভাগের অধীনে এবার বাংলাসহ ৩৪টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়।
খুতবার শুরুতে তিনি মহান আল্লাহর প্রশংসা ও শেষ নবী মুহাম্মদ (সা.)-এর দরুদ ও সালাম পাঠ করেন। এরপর সমবেত হাজিদের মহানবী (সা.)-এর নির্দেশনা অনুসরণ ও নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার উপদেশ দিয়ে বলেন, ‘আপনারা সবাই জীবনের সবক্ষেত্রে তাকওয়া তথা আল্লাহভীতি অবলম্বনের করুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘আপনি বলুন, আমি কি তোমাদের এর চেয়ে উৎকৃষ্ট জিনিসের সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য তাদের রবের কাছে আছে এমন জান্নাত, যার তলদেশে নদ-নদী প্রবাহিত, যেখানে তারা সবসময় থাকবেন এবং (তাদের জন্য আছে) পবিত্র স্ত্রী ও আল্লাহর পক্ষ হতে সন্তুষ্টি।

আল্লাহ সব বান্দাকে ভালোভাবে দেখছেন। ’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৫)
আজ পবিত্র আরাফাতের দিন। সারা বিশ্বের ১৫ লাখে বেশি হাজি হজের মূল কার্যক্রম পালন করতে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। লাখ লাখ হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

উপস্থিত মুসলিমদের তাকওয়া অবলম্ব হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য।
তিনি বলেন, আল্লাহ তায়ালা ইসলামকে মানবজাতির জন্য দ্বীন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে তাঁর বন্ধু বানিয়ে নেবেন।

তিনি আরো বলেন, ভালো কাজ পাপ মুছে দেয়।

তাই আমাদের উচিত যতটা সম্ভব নেক কাজের চেষ্টা করা। রাসুল (সা.) বলেন, আল্লাহর এবাদত এমনভাবে করো যেন তুমি তাঁকে দেখছ।
অন্যত্র আল্লাহ ইরশাদ করেন, ‘যদি জনপদবাসী ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবী থেকে কল্যাণধারা উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা (সত্য) তা প্রত্যাখ্যান করল। তাই তারা যা করছিল এর জন্য আমি তাদের পাকড়াও করি। ’ (সুরা আরাফ, আয়াত : ৯৬)

মহান আল্লাহ হাজিদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে বলেছেন, ‘হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে। যে ব্যক্তি ওই সময়ে নিজের ওপর হজ অবধারিত করে নেয়, সে ওই সময়ে কোনো অশ্লীল কথা বলবে না, কোনো পাপ করবে না এবং ঝগড়াও নয়। তোমরা যা কিছু ভালো কাজ করবে আল্লাহ তা জানেন। আর (হজের সময়) তাকওয়া অবলম্বন করবে। মূলত তাকওয়াই উৎকৃষ্ট অবলম্বন। ’ (সুরা বাকারা, আয়াত : ১৯৭)

এবছর আরবি ছাড়াও আরো ৩৪টি ভাষায় হজের খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হয়। ভাষাগুলো হলো, আরবি, উর্দু, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়ান, ফার্সি, হাউসা, চাইনিজ, রাশিয়ান, বাংলা, তুর্কি, মালয়, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, জার্মান, ফিলিপিনো, আমহারিক, বসনিয়ান, হিন্দি, ডাচ, থাই, মালায়লাম, সোয়াহিলি, পশতু, তামিল, আজারবাইজানীয়, সুইডিশ, উজবেক, আলবেনিয়ান, ফুলানি, সোমালি, রোহিঙ্গা ও ইওরুবা।

ষষ্ঠবারের মতো এ বছর বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হয়। খুতবার বাংলা অনুবাদ উপস্থাপন করেছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান। তিনি ছাড়াও অনুবাদ কার্যক্রমে আরো ছিলেন আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ শোনা যায়। এজন্য যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (manaratalharamain) ওয়েবসাইটে প্রবেশ করে বাংলা ভাষা নির্বাচন করতে হবে। আর ইউটিউব চ্যানেল (tubesermon) থেকেও লাইভ বাংলা অনুবাদ শোনা যাবে।

শিক্ষাবার্তা /এ/০৬/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading