এইমাত্র পাওয়া

যমুনা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক।।

ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রার চূড়ান্ত সময়ের প্রভাব পড়েছে যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন এবং আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল, যা সেতু চালুর পর একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, বৃহস্পতিবার (৫ জুন) পূর্বমুখী ৪৩ হাজার ৩টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। এদিকে পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ২৮০টি এবং আদায়কৃত টোল ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানিয়েছেন, সেতু পশ্চিমে কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কে কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। মাঝে মাঝে কিছু স্থানে ধীরগতিতে চললেও সার্বিকভাবে যান চলাচল ছিল স্বাভাবিক।

ঈদের ছুটির প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উত্তরবঙ্গমুখী যাত্রীর চাপ বেড়েছে। ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক ও সেতু এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষাবার্তা /এ/০৬/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading