এইমাত্র পাওয়া

নোবেলসহ দশটি আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত

নিজস্ব প্রতিবেদক।।

নোবেল পুরস্কারের অর্থ আয়করমুক্ত থাকবে। এর পাশাপাশি মোট ১০ ধরনের পুরস্কার অর্থকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশি কোনো করদাতা এসব পুরস্কারের অর্থ মোট আয় থেকে বাদ দিতে পারবে। বাজেটে এই কর মওকুফের প্রস্তাব করা হয়েছে।

নোবেল পুরস্কার ছাড়া অন্য পুরস্কারগুলো হলো র‍্যামন ম্যাগসাইসাই, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্রামি, এমি, গোল্ডেন গ্লোব, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পান। এ ছাড়া আরও কয়েকজন র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন।

আয়কর আইনের ষষ্ঠ তফসিলে কোন কোন খাতের আয়কে মোট আয় পরগনা থেকে দেওয়া হবে, তা বলা আছে। আগামী অর্থবছরের বাজেটে সেখানে সংশোধন করে এসব পুরস্কারের অর্থকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়।

বিদ্যমান আয়কর আইন অনুসারে, বিদেশ থেকে কোনো আয় যদি রেমিট্যান্সের শর্ত মেনে দেশে আনা হয়, তাহলে তা করমুক্ত। কিন্তু আলোচ্য বিদেশি পুরস্কার কেউ যদি পান, তাহলে পুরস্কারের অর্থ কীভাবে আয়করের আওতায় আসবে কিংবা করমুক্ত থাকবে কি না, পরিষ্কার বলা নেই।

শিক্ষাবার্তা /এ/০৩/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading