এইমাত্র পাওয়া

সিআইইউতে প্রোগ্রামিং ক্লাবের ফেয়ারওয়েল ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ  চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) কম্পিউটার সায়েন্স বিভাগের সংগঠন সিআইইউ প্রোগ্রামিং ক্লাব (সিআইইউপিসি) এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন “সিআইইউপিসি ফেয়ার ওয়েল ফেস্ট ২০২৫-কোড.ক্রিয়েট.সেলিব্রেইট”।

প্রোগ্রামিং কনটেস্ট, টেক কুইজ, প্রজেক্ট শোকেস, ক্লাবের নির্বাহী সদস্যদের স্বীকৃতি প্রদান, বিদায় ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানটি বিভাগের শিক্ষক- শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। তিনি শিক্ষার্থীদের নেতৃত্ব ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “রিমোট জব অপারচুনিটিজ” শীর্ষক সেমিনার, যেখানে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টিউরিং ডট কম এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাকিবুর রহমান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের গ্লোবাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার, রিমোট ওয়ার্ক কালচার, স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যবসায় অনুষদের ডীন ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর সহকারী ডিন ও সহকারী অধ্যাপক শারমীন রড্রিগসসহ ইঞ্জিনিয়ারিং অনুষদের ফ্যাকাল্টিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. রুবেল সেন গুপ্ত, প্রফেসর ড. আসীফ ইকবাল, ড. মো. সাজ্জাতুল ইসলাম, সামিয়া মুনতাহা ও আয়মান ইক্তিদার। প্রমুখ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক ও ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান। তিনি ক্লাব সদস্য ও শিক্ষকবৃন্দের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নেতৃত্ব, কাজের অভিজ্ঞতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলতে কতটা কার্যকর তা তুলে ধরেন। অনুষ্ঠানে ক্লাবের কিছু নিবেদিত সদস্যকে বছরের বিভিন্ন সময় আয়োজিত কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading